দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া আল্লারদর্গা এলাকায় জমি জমার বিরোধের জের ধরে কণ্ঠ শিল্পী মিজানুর রহমান হিটুকে রক্তাক্ত যখন করেছে প্রতিপক্ষ।
পুলিশ ও আহতের পরিবার সূত্রে জানা গেছে ২৪ জুলাই সোমবার দুপুর ১:৩০ মিনিটের সময় জমা জমির বিরোধের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী খন্দকার এনামুল হক ও তার ছেলে নিনজা খন্দকার যুবক মিজানুর রহমান হিটুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
আহত মিজানুর রহমানের চিৎকারে এলাকার লোকজন এসে তাকে উদ্ধার করে এবং দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে দৌলতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে মিজানুরের বোন রওশনারা । দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান বাদি পক্ষ অভিযোগ করেছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে,ঘটনার সত্যতা পেলে মামলা করা হবে।