খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার অসচ্ছল জনগোষ্ঠী, প্রতিব›দ্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন এলাকার ৩৬ জন অসচ্ছল জনগোষ্ঠী, প্রতিব›দ্ধীদের মাঝে এ হইল চেয়ার বিতরণ করা হয়।
অসচ্ছল জনগোষ্ঠী, প্রতিব›দ্ধীদের মাঝে উপস্থিত থেকে হুইল চেয়ার বিতরণ করেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মীর তৌফিকুর রহমান, টিপু নেওয়াজ, সমাজ কর্মী টিপুসুলতান, উপস্থিত ছিলেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি