খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চক দৌলতপুরে বুধবার দুপুরে নিজ বাড়ীতে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে গৃহবধূর উরমি থাতুন (২২) এর মৃত্যু ঘটেছে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, সে দুপুরে বাড়ীতে ফ্যানের সুইজ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারাযায়। গৃহবধূ উরমি চক দৌলতপুর গ্রামের শিমুলের স্ত্রী। সে এক সন্তানের জননী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি