খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর জামাত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
সারাদেশে জামাত বিএনপি’র নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ। রবিবার বিকেল সাড়ে ৪ টায় দৌলতপুর উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
পরে সন্ধ্যায় সাবেক এমপি রেজাউল হক চৌধূরীর নেতেৃত্বে আল্লারদর্গা বাজারে বিএনপি’র নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দৌলতপুর সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ কাঃ মঃ সরওয়ার জাহান বাদশার সভাপতিত্বে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শরিফ উদ্দিন রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন, এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও দৌলতপুর অনার্স কলেজের অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, সরদার আতিয়ার রহমান আতিক, নজরুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন সারা দেশে জামাত-বিএনপি’র নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ সর্বদা রাজপথে আছে এবং রাজপথে থেকে এইসব ষড়যন্ত্রকারী আগুন সন্ত্রাসীদের দল জামাত-বিএনপির সকল কর্মকাণ্ডকে প্রতিহত করা হবে বলে হুশিয়ারি দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় দৌলতপুরের বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।