খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৫ আগষ্ট ৭৪ তম জন্মবার্ষিকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৮ আগষ্ট ৯৩ তম জন্মবার্ষিকী ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৫ আগষ্ট ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
(৩ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৌলতপুর আসনের সাংসদ সদস্য আ.কা.ম. সরোয়ার জাহান বাদশা,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি টিপু নেওয়াজ,
মহিলা ভাইস চেয়ারম্যান সোনালি খাতুন আলেয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব সর্দ্দার আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, কাউসার বিশ্বাস,আবু আফ্ফান, মহিলা বিষয়ক অফিসার মর্জিনা খাতুন।
এসময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গণ, উপজেলার কর্মরত কর্মকর্তা গণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।