খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায়, দরিদ্র, দিনমজুরদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
৩ আগষ্ট বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৬ টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, অসহায়, দরিদ্র, দিনমজুর পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন, সংসদ সদস্য আ.কা.ম.সরওয়ার জাহান বাদশা।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, টিপু নেওয়াজ প্রমুখ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৬ টি পরিবার কে ১৩৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৪ লক্ষ ৮ হাজার টাকা বিতরণ করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি