দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৃষ্টি আই হসপিটালের উদ্যোগে জোহান পার্কে ডাক্তারদের নিয়ে চোখের প্রাথমিক রোগ ও আধুনিক চিকিৎসার উপর গতকাল দিনব্যাপি এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ইবনে সিনার সিনা ভিষনের সঠিক সহায়তায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৃষ্টি চক্ষু হসপিটালের চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ এমরানুল হক আবির, ডাঃ কাজী আনিচুর রহমান,
ডাঃ মাহফুজুল হক, ডাঃ আলমামুন, ইবনে সিনার জি এম মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক শাহীন, ইবনে সিনার এরিয়া ম্যানেজার মোঃ মোস্তফা জিম বিল্লাহ । এ সেমিনার প্রায় শতাধিক বিভিন্ন পায়ের ডাক্তার অংশ নেয় ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি