প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৫, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১২, ২০২৩, ৭:৪২ পি.এম
গাংনীতে বজ্রপাতের দিনমজুরের মৃত্যু
গাংনী Office : মেহেরপুরের গাংনি উপজেলার বাথানপাড়া মাঠে ধান রোপন করার সময় হঠাৎ বজ্রপাতে এক দিনমজুরের মৃত্যু ঘটেছে। আজ শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে। ঐদিনমজুরের নাম জাব্বারুল (২৭)।
গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের মৃত আবদাল হকের ছেলে। স্থানীয়রা জানান, জাব্বারুল সহ কয়েকজন দিনমজুর মাঠে ধান রোপন করছিলেন। হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মারা যান জাব্বারুল। মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সাকলাইন সেপু।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি