খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলা শিল্প নগরী হিসেবে খ্যাত আল্লার দর্গা এলাকাটি যানবাহন চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। এখানে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রায় এক কিলোমিটার রাস্তা ভেঙ্গে চুরে বড় বড় খাদ খন্দকে পরিণত হয়েছে।
বিষয়টি নিয়ে বহুবার পেপার পত্রিকা মানববন্ধন হয়েছে,মানুষের চিৎকার হাহাকার কষ্ট কর্তৃপক্ষের কোনই কাজে আসছে না। ২০১৩ সালে প্রায় এক কোটি টাকা ব্যয়ে এক কিলোমিটার রাস্তার পাশে,ড্রেন করা হয়। পরবর্তীতে আরও দুইবার ঠিক একই রকম বাজেট পাস করা হয়। কিন্তু নামমাত্র কাজ দেখিয়ে ঠিকাদাররা টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। এ পর্যন্ত তিনবার ড্রেনেজ ব্যবস্থা জন্য টাকা বরাদ্দ হলেও সে ড্রেন আলোর মুখ দেখেনি।
ড্রেন এখন ভাগাড়ে পরিণত হয়েছে, ড্রেনের উপরের ঢাকনা গুলো ভেঙ্গে চুরে শেষ হয়ে গেছে। যার কারণে এই ড্রেনের মধ্যে ময়লা জমে ডেন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ড্রেনটি আল্লার দর্গা বাজারের দক্ষিণ পাশে দিয়ে প্রায় এক কিলোমিটার থাকলেও প্রকৃতপক্ষে ড্রেনটি এর পানি নিষ্কাশনের মুখ খোলা নাই। যার কারণে রাস্তার পানি নিষ্কাশন হয় না।
আল্লার দর্গা বাজার পাড়ি দিতে এখন প্রতিটা গাড়িকে এক ঘন্টা করে সময় লাগাতে হয়। এছাড়া প্রতিনিয়ত ছোট ছোট গাড়ি খাদের মধ্যে পড়ে ড্রাইভার সহ প্রায় মানুষ আহত হয়। রাস্তার খারাপ অবস্থার জন্য এলাকার সচেতন বাবা-মা তাদের ছেলেদের স্কুলে পাঠাতে চায় না। একমাত্র রাস্তার কারণে মানুষের বহু ক্ষতির সম্মুখীন হতে হয়, অনেকের রুজি রুটি বন্ধ হয়ে গেছে। বিষয়টি গুরুত্ব সহকারে জেলা প্রশাসক ও জেলার নির্বাহী প্রকৌশলী সহ বিষয়টি সকলের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি