খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আয়োজনে বুধবার সকাল ১১ টার সময় দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা অফিসে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি মহসিন আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ারের সঞ্চালনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , দৌলতপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা সমন্বয় কারী বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জান মহম্মদ, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধার সন্তান ছাদিকুজ্জামান খান সুমন, খুলনা বিভাগীয় বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
এ সময় আর উপস্থিত ছিলেন, উপজেলার ১৪ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
দোয়া মহফিল শেষে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা সন্তানেরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, এই শোকের মাসে শোক কে শক্তিতে রুপান্তর করে আমার পিতা ও চাচারা ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর ডাকে যেমন বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশ কে স্বাধীন করেছিল ঠিক তেমন জাতীয় জনকের কোন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচন আমরা, আমাদের বাবা ও চাচাদের মত বুকের তাজা রক্ত দিয়ে রাজ পথে থাকবো এই হলো আমাদের প্রতিশ্রুতি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি