খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সাদিপুর দাঁড়ের পাড়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে লিখন মিয়া (৩৪) দীর্ঘ্য দিন যাবত ঢাকার শ্রীপুর থানার জৈনা বাজার (নয়েছ আলী এর বাড়ীরভাড়াটিয়া) একই মালিকের দোকান ঘরে ব্যবসা করে আসছে । হঠাৎ ১০ দিন যাবত সে নিখোঁজ। একমাত্র উপার্জনকারী ব্যক্তিকে হারিয়ে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
পরিবার সহ এলাকায়বাসী শোকাহত, নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লিখন মিয়ার স্ত্রী শ্যামলি আকতার বলেন, আমার স্বামী দীর্ঘ্য দিন যাবত ঢাকার শ্রীপুর থানার জৈনা বাজার, নয়েছ আলীর দোকান ঘর ভাড়া নিয়ে বিকাশ এর ব্যবসা পরিচালনা করে আমাদের সংসার পরিচালনা করে আসছে।
গত ১৪ সেপ্টেম্বর দৌলতপুর থেকে ঢাকায় যায় আমার স্বামী এবং ১৫ সেপ্টেম্বর বিকাল থেকে তার মোবাইল ফোন বন্ধ। তার সাথে আমরা কোন যোগাযোগ করতে পারছিনা। পরে আমরা এ বিষয়ে শ্রীপুর থানায় একটি জি ডি করেছি, যাহার নং ১৯৮০। ১০ দিন অতিবাহিত হলেও আমার স্বামীর কোন খোঁজ আমরা পাই নাই। আমারা আমার স্বামী কে ফেরত পেতে চাই।
এ বিষয়ে জি ডি তদন্তকারী অফিসার সুজন কুমার পন্ডিত এস আই বলেন, শ্রীপুর থানায় একটি জি ডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে। তবে আমার ধারনা সে মানুষের টাকা পয়সা নিয়ে আত্মগোপনে আছে। অথবা কোন নারী গঠিত বিষয় আছে। তারপরেও আমরা তৎপরতা চালাচ্ছি লিখন মিয়াকে উদ্ধারের জন্য।