খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুটি আগ্নেয়াস্ত্র সহ দুই আসামিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুজনই সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) হাতে একটি ওয়ান শুটারগান,
দুই রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল সহ আসাদুল ইসলাস (৪৫) নামের এক সন্ত্রাসীকে আটক করেছে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি মাহফুজ রহমান।
এদিকে ওইদিন রাতে থানা পুলিশের অভিযানে নাটোক (৪০) নামের এক সন্ত্রাসী একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ সহ উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের আদাবাড়িয়া মাঠ থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি আরো বলেন আটকৃত আসামি নাটোক এর বিরুদ্ধে দৌলতপুর থানার একাধিক মামলা রয়েছে। আটককৃত নাটোক উপজেলার পাকুড়িয়া গ্রামের মৃত আজিতুল মন্ডলের ছেলে ও আসাদুল উপজেলার সদর ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের মৃত আফসার প্রামাণিকের ছেলে।