খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে র্যাব ও পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় ফেন্সিডিল সহ ২ জন কে আটক করতে সক্ষম হয়।
জানা গেছে মঙ্গলবার র্যাব-১২ সিপিসি-১ নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চর সাদিপুর গ্রাম থেকে মো: গোলাম নবীর পুত্র মোঃ রজব আলী(৩৫) কে ৪০ বতল ভারতীয় ফেন্সিডিল সহ আটক করে রাতেই দৌলতপুর থানায় সেপর্দ করে।
অপর এক পৃথক অভিযানে কুষ্টিয়া গোয়েন্দা শাখার এস আই মো: কায়েস মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কল্যানপুর বটতলা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সীমান্তবতি মুসলিম নগর গ্রামের মৃত মসলেম মন্ডলের পুত্র মাদক ব্যাবসায়ী মোঃ রবিউল ইসলাম (৫০) কে আটক করেছে।
আটক মাদক ব্যাবসায়ী রবিউল ইসলাম কে মঙ্গলবার রাতে দৌলতপুর থানা সোর্পদ করেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি