খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে ২ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১০টায় দিকে পদ্মনদীতে ভাসমান নৌকার উপর খেলতে গিয়ে নদতী পড়ে জুনাইদ (৭) নামে ১ শিশুর মৃত্যু ঘটছে।
এলাকবাসী জানায় দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইসলামপুর গ্রামের জিয়ারুল ইসলামের পুত্র জুনাইদ পার্শ্ববর্তি বৈরাগীর চর নানীর বাড়িতে বেড়াতে গিেেয় অন্যান্য শিশুদের সাথে বৈরাগীর চর শামসেরতলা ভাদুশাহ এর আস্তানার নিকট পদ্মনদীতে নৌকার উপর খেলতে গিয়ে সে নদীতে পড়ে ডুবে যায়।
খোঁজা খুঁজি করে এলাকাবাসী তাকে বেলা ১২টায় দিকে উদ্ধার করে, দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, ডাক্তার তাকে দেখে মৃত ঘোষনা করে।
দৌলতপুরে ঔষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি