খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে বিশ্ব দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার বিশ্ব শিক্ষক দিবসে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা সড়কে একটি র্যালী বের করা হয়।এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন।
সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সর্দার আবু সালেক, শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি