খন্দকার জালাল উদ্দীন: কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার বৈরাগীরচর ভাঙ্গপাড়া গ্রামে শুক্রবার দুপুরে পানিতে ডুবে ৫ বছরের ১ শিশু মৃত্যু ঘটেছে। এলাকা বাসী জানায় বৈরাগীর চর ভাঙ্গপাড়া গ্রামের মিন্টুর প্রমানিকের পুত্র মোঃ আলী (৫) শুক্রবার দুপুর ১২টার দিকে খেলতে গিয়ে বাড়ির পাশ্ববার্তি পুকুরে ডুবে যায় খোজাখুজির একপর্যায়ে উক্ত পুকুর থেকে এলকা বাসীয় সহায়তায় ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়।