দৌলতপুরে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে যুবলীগের সমাবেশ
খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সমাবেশ করেছে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি ও নির্বাচনী এলাকা ৭৫ কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। (১২ই অক্টোবর) উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেঘা প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখেই আওয়ামী লীগ সরকারকে ভালোবাসে তাদের ভোটের মাধ্যমেই বারবার ক্ষমতায় এনেছেন। এই দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও এদেশের মানুষ আওয়ামী লীগ সরকারের পক্ষেই রায় দেবেন বলে মন্তব্য করেছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন আর কয়েক মাস পরেই জাতীয় নির্বাচন।
এই নির্বাচনে দৌলতপুরের আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হলে তিনি যাকে মনোনয়ন দেবেন আমরা তাকেই জয়যুক্ত করব এবং এই দৌলতপুরের মাটিতে স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত বিএনপির সকল সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডকে রাজনৈতিক ভাবেই মোকাবেলা করবো।
খলিশাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমোত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম—সাধারণ বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ—সভাপতি ও প্রাগপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল হালসানা, তথ্য ও গবেষণা সম্পাদক জাহিরুল ইসলাম,
ফিলিপ নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বিশ্বাস, খলিসাকুন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,
সাধারণ সম্পাদক রুহুল আমিন, রিফাইতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউল মাস্টার, হোগলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজদার হোসেন মেম্বার, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক আমিন লস্কর, সমাজ কল্যাণ সম্পাদক সালাউদ্দিন খান শাহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহেল মাসুদ সুইট, উপজেলা যুবলীগ নেতা আব্দুল মজিদ প্রমুখ।
এদিকে খলিশাকুন্ডির এই সমাবেশে তৃণমূল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা—কর্মীরা বলেন বুলবুল আহমেদ টোকেন চৌধুরী তৃণমূল আওয়ামী লীগের আস্থার প্রতীক। তার নেতৃত্বেই দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আজ সুসংগঠিত। তিনি একমাত্র ব্যক্তি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটিতে নৌকার মাঝি হওয়ার যোগ্যতা রাখে। কেবল মাত্র তার হাতেই নৌকা তুলে দিলে এই দৌলতপুরের মাটিতে জামাত—বিএনপিকে শক্ত হাতে প্রতিরোধ করা সম্ভব।