খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হোগলবাড়িয়া ইউনিয়নে কাইমারি বিসিক বাজারে ২০ অক্টোবর বেলা ১১টার দিকে প্রকাশ্য দিবালোকে অস্ত্রনিয়ে মহোড়া চালাচ্ছে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী, এ ব্যাপারে আতঙ্কে আছে সাধারণ মানুষ।
বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী ও আওয়ামীলীগ নেতা নূর সোলেমান গ্র“ফের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন যাবৎ, তারই ধারাবাহিকতায় প্রকাশ্য দিবালোকে রামদা, হাসুয়া,চাপাতি, ছুরি ও চাইনিস হাতকুড়াল মহোড়ায় নেমেছে সন্ত্রাসীরা।
এসব সন্ত্রাসী বাহিনীর মাদক দাতাকে চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচার দাবী করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানাই, আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে, বীর মুক্তিযোদ্ধা কাওসার আলী ও নূর সোলেমান গ্র“ফের মধ্যে নানা বিষয়ে দ্বন্দ্ব চলে আসছে, গত ১৩ অক্টোবর বেলা ১১ টার দিকে জানতে উভয় পক্ষের মধ্যে মসজিদের বিষয় নিয়ে মারামারি শুরু হয়, একজন মারাত্মক যখন হয়েছে।
দুই পক্ষের কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ এবং উভয় পক্ষের বিরুদ্ধে মামলা হয়। তারা জামিনে এসে আবার অস্ত্রের মহোড়া শুরু করেছে, এলাকার মানুষ আতংকিত, দোকানপাট বন্ধ রয়েছে, যে কোন সময় ঘটে যেতে পারে খুনের মত ঘটনা। বিষয়টি প্রশাসনের দৃষ্টি আর্কষণ করছে।
Design & Developed By : Anamul Rasel