1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন

রাষ্ট্রযন্ত্রের প্রায় সব অর্গানগুলো প্যারালাইজড হয়ে পড়েছে -“শাহরিয়ার জামিল জুয়েল

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View
আছানুল হক :কুষ্টিয়া দৌলতপুর জাতীয় পার্টির কেন্দ্রীয় ঘোষিত উপজেলা দিবস পালন করার লক্ষ্যে দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি কর্তৃক এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সোমবার (২৩ অক্টোবর)  বিকাল ৪ টার সময় দৌলতপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব  নাজমুল হুদার সভাপতিত্বে ও সদস্য সাবেক মেম্বার খায়রুল ইসলামের সঞ্চালনায় , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির  সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী কোরবান আলীরএকমাত্র পুত্র শাহরিয়ার জামিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পারভেজ মজমাদার,  আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক  শাখা সিরাজুল ইসলাম চাঁদু,   আব্দুল্লাহ আল মামুন পিয়ার, কুষ্টিয়া জেলা যুব সংহতির সভাপতি   শাখা কাজী আব্দুল বাকির,   জাতীয় যুব সংহতি দৌলতপুর উপজেলা শাখা সভাপতি নুর আলম, সাধারণ সম্পাদক নুরুন্নবী নবীন, জাতীয়  পার্টি দৌলতপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক  আতাউল গণি, জাতীয় ছাত্র সমাজ দৌলতপুর উপজেলা শাখা আহ্বায়ক   শাহাজাদা , সভাপতি, আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, চিলমারী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি জহুরুল ইসলাম, ওলামা পার্টি দৌলতপুর উপজেলা শাখার সদস্য সচিব  জিয়াউর রহমান টুটুল, মাহাবুল ইসলাম,রজব আলী,ড্যআনই,রাজু আহমেদ,হযরত, মনিরুল, ফারুক, শাকিল, রবিউল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন,  উপজেলার প্রতিষ্ঠাতা এরশাদ তুমি যোগ্য নেতা
উপজেলা দিবসের অঙ্গীকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে জণগনের সরকার।
 উপজেলা গঠনের ইতিহাস, ১৯৮২ সালের ৭ই নভেম্বর স্থানীয় সরকার (উপজেলা পরিষদ ও উপজেলা পুনর্গঠন) অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তন করা হয়। পরবর্তীকালে উন্নীত থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
এরশাদ সরকারের শাসনামলে ১৯৮২ সালে দেশে উপজেলা ব্যবস্থা প্রবর্তন করা হয়।
এর অংশ হিসেবে প্রথম পর্যায়ে ৫টি এবং পরবর্তীতে ৪৬০টি থানাকে উপজেলায় উন্নীত করা হয়।১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।এ পর্যন্ত মোট ৫টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সর্বশেষ ২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বর্তমানে আমরা কি দেখছি, রাষ্ট্রযন্ত্রের প্রায় সব অর্গানগুলো প্যারালাইজড হয়ে পড়েছে। বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ সহ সরকারি সকল প্রতিষ্ঠান একদলীয় হয়ে পড়েছে। তাই দেশকে বাচাতে সব দলমত নির্বেশেষে রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করতে হবে। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা পথ হাঁটছি, যেন রাজতন্ত্রে বসবাস করছি। তাই সকল সমাধানের জন্য জাতীয়পার্টির ছায়াতলে এসে আগামী নির্বাচনে জাতীয় পার্টি কে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসে দেশের সকল সমস্যা সমাধানের এগিয়ে আসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel