খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মোঃ খলিল মন্ডলের জ্যৈষ্ঠ পুত্র মাসুদ (৩০) ২৫ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬.৫০ সময় কল্যাণপুর বটতলা জামে মসজিদের সামনে মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হন।
জানাগেছে, মাসুদ মটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে দ্রুতগামী ডিম বোঝাই টলির সাথে মুখোমুখি ধাক্কা দিলে সে মারাত্বক আহত হয়। পরবর্তীতে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে ইন্তেকাল করে, (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ ব্যাপারে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ দিকে টলি চালক মারাত্বক আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।