দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ অক্টোবর ) সকাল ১০ টায় প্রেসক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দীনের (দৈনিক বাংলাদেশ বার্তা) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল আনামের (দৈনিক জনকণ্ঠ) সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব গিয়াস উদ্দিন মাষ্টার, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা(সাপ্তাহিক সোনার বাংলা),
যুগ্ম সাধারণ সম্পাদক সম্রাট আলী(দৈনিক গণকণ্ঠ), সেলিম রেজা(দৈনিক বর্তমান কথা),কোষাধ্যক্ষ আশিক ইসলাম(দৈনিক আজকের সুত্রপাত) , দপ্তর সম্পাদক মিলন আলী(দৈনিক বিশ্ব মানচিত্র), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জোহন মন্ডল, সদস্য ইবাদত আলী(দৈনিক কুষ্টিয়া বার্তা),নাজমুস সাদাত খান (দৈনিক অগ্নিশিখা), প্রমুখ।
মাদক নির্মুলে সাংবাদিকদের ভূমিকা ও প্রেসক্লাবের আয় ব্যায়ের হিসেব, প্রেসক্লাবের উন্নয় বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয়,মাদক মুক্ত সমাজ গড়তে সাংবাদিকের ভূমিকা বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি