খন্দকার জালাল উদ্দিন:কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশের রাতভর অভিযানে নাশকতা মামলায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির ৮ নেতা কর্মীক গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে পিয়ার পুর ইউনিয়নের ৪ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি তদন্ত রাকিবুল ইসলাম।
তিনি জানান, ২৯/১০/২০২৩ তারিখ রোববার রাতে অভিযান চালিয়ে বিএনপি নেতা কর্মীদের নামে পূর্বের নাশকতা মামলা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কৃতরা হলেন, মাজদিয়াড় গ্রামের মৃত ঈমান সরদারের ছেলে কেরামত সরদার, খলিশাকুন্ডি এলাকার মৃত মহাসিন আলীর ছেলে আজগার আলী, ফিলিপ নগরের মনিরুদ্দিনের ছেলে শিহাব, নূর সরকারের ছেলে জাপান সরকার, পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথ পুর গ্রামের এহসান আলীর ছেলে হায়দার আলী, পোড়া ষোলুয়া গ্রামের নুরুল হকের ছেলে হাফিজুল ইসলাম, মোফাজ্জল হকের ছেলে মহিরুল ইসলাম ও ফকির উদ্দিনের ছেলে রবিউল ইসলাম।
এবিষয়ে ফিলিপনগর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু বিশেষ সুপারিশ নিয়ে থানায় গেলে পুলিশ তাকে নিরাস করে ফিরিয়ে দেয়।
এদিকে চেয়ারম্যানের সাথে কথা হলে তিনি জানান, আমার ইউনিয়ন থেকে নাশকতা মামলায় যাদেরকে ধরে নিয়ে গেছে, তাদের মধ্যে একজন দল করে আরেকজন করে না।
অন্যদিকে পিয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বুলবুল বলেন, আমার ইউনিয়ন থেকে যে চারজন কে নাশকতা মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে তারা চারজনই ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র বিভিন্ন পদের নেতা এবং পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও থানা বিএনপির প্রচার সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি জহুরুল করিম বিশ্বাসের একনিষ্ঠ কর্মী তারা।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি