খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব সরদার মোঃ আবু সালেক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর সোমবার সকাল ১০টায় পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি আলহাজ্ব সর্দার মোহাম্মদ আবু সালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও বিডিএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, সভাপতিত্ব করেন একাডেমিক সুপারভাইজার কামাল হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্মুতিচারণ মূলক বক্তব্য রাখেন কল্যাণপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহসান হাবীব, প্রধান শিক্ষক কামরুল হাসান, দেলোয়ার হোসেন, মেহেদী হোসেন, বোরহান উদ্দিন, মজনুর রহমান, আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার জালাল উদ্দিন, সাংবাদিক মিজানুর রহমান প্রমূখ।
বিদায় অতিথি আলহাজ্ব আবু সালেক প্রায় ছয় বছর দৌলতপুর উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন, ৩০ অক্টোবর তার শেষ কর্ম দিবস ছিল। তার পৈত্রিক বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলায়, তিনি অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী মানুষ হিসাবে সবার কাছে জনপ্রিয় ছিলেন।
বিদায় অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও এলাকার সুধিবৃন্দ উপস্থিত থেকে তাকে বিভিন্ন উপহার দিয়ে বিদায় সংবর্ধনা জানান এবং তার অবশিষ্ট জীবন সুন্দর সার্থক সুস্থ ভাবে জীবন যাপন করেন এ বলে দোয়া প্রার্থনা করা হয়।