খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইনার প্রশিক্ষণ দেয়া হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাংলাদেশ আওয়ামীলীগ ঘোষিত রেড টু স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে ক্যাম্পেইনার প্রশিক্ষণ শুরু হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর গার্লস কলেজ মিলনায়তনে এ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করা হয়। ০৪ নভেম্বর ২০২৩ (শনিবার )সকাল ১০ থেকে বেলা ১ টা পর্যন্ত তিনটি গ্রুপে উপজেলার ১২৯ টি ভোট কেন্দ্রওয়ারী ৫ জন করে মোট ৬৪৫ জন ভোট প্রার্থণা কর্মীদের এ প্রশিক্ষণ দেয়া হয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির তত্ত্ববধায়নে দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের কর্মীদের এ ক্যাম্পেইনার প্রশিক্ষণ প্রদান করা হয়।
রোড টু স্মার্ট বাংলাদেশ ক্যাম্পেইন-এর প্রশিক্ষণ প্রদান করেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ইবি,ডঃ মোহাম্মদ সাজ্জাদ হোসেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রিপোনুজ্জামান রিপন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির অফলাইন ক্যাম্পেইন এর জোনাল কো- অর্ডিনেটর মো. ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন,দৌলতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি সাইফুল ইসলাম শেলী দেওয়ান,কুষ্টিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাসুদ করীম মিঠু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফজিলাতুন্নেছা, ১৪ দলের শরীক ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মজিবর রহমান,
ওয়াকার্স পার্টির কুষ্টিয়া জেলা সভাপতি কমরেড ফজলুল হক বুলবুল,উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা হিসাব উদিন, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান,
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রেজাউল করীম, শরিফুল ইসলাম, খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, আড়িয়া ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাপুজ্জামান মুকুল, মরিচা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ আলমগীর সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।