খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরে আরাফাত নামে বছর ৫ পাঁচ মাস বয়সী এক শিশু হত্যার দায়ে কোহিনুর (৫০) নামে এক প্রতিবেশী নারীর পাঁচ বছর কারাদন্ড দিয়েছেন কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন, আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
(১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের এই রায় দেন। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। দণ্ডপ্রাপ্ত কোহিনুর বেগম দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের দাঁড়েরপাড়া গ্রামের ছফের আলির স্ত্রী। কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ মে সকালে শিশু আরাফাত হোসেন বাড়ির সামনে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
নিখোঁজের দু’দিন পর প্রতিবেশী কোহিনুর বেগমের বাড়ির রান্নাঘর থেকে শিশু আরাফাত হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ এবং কোহিনুর বেগমকে আটক করে। শিশু হত্যার এ ঘটনায় পিতা শরিফুল ইসলাম বাদী হয়ে, দৌলতপুর থানায় কোহিনুর বেগমের নামে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরুন কুমার দাস তদন্ত শেষে ২০২১ সালের ৩১ জুলাই আদালতে অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ রায় দেন।