খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়া জেলা কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনে উৎসাহ উদ্দীপনার মধ্যে মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থীসহ অন্যান্য কয়েকটি দলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা শোভাযাত্রাসহ মনোনয়ন পত্র জমা দেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ২ টা ৩০ মিনিটে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ উপজেলা রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ'র নিকট মনোনয়ন পত্র জমা দেন।
এ ছাড়াও আওয়ামী লীগ থেকে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আমৃত সভাপতি সাবেক সংসদ সদস্য আফাজ উদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা পটোল, আওয়ামীলীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ-আল-মামুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে শরিফুল কবির স্বপন, বাংলাদেশ জাকের পার্টির পক্ষ থেকে আসাদুজ্জামান উৎপল, মুক্তজোটের পক্ষ থেকে সাজেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফারুক হোসেন ও দৌলতপুর আসন থেকে জাতীয় পার্টি পক্ষ থেকে কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন পত্র জমা দেন শাহরিয়ার জামিল জুয়েল।
এ বিষয়ে উপজেলার রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওবায়দুল্লাহ বলেন, আজ ৩০ নভেম্বর বিকাল ৪ টা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের সর্বশেষ সময় ছিল। আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা কাছে থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন, আজ বিকাল ৪ টা পর্যন্ত মোট ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা কাজ করছি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি