খন্দকার জালাল উদ্দীন ঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নাজমুল হুদা পটল বিশ্বাস নির্বাচন কমিশনে আপীলের মাধ্যমে গতকাল সোমবার প্রার্থীতা ফিরে পেয়েছেন।
এর আগে গত ৪ ডিসেম্বর কুষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা এক শতাংশ ভোটার সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে তার মনোনয়ন পত্র বাতিল করেছিল। এরপর নির্বাচন কমিশনে আপীল দায়ের করার সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে শুনানী শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন।
আপীলে প্রার্থীতা ফিরে পাবার পর আজ মঙ্গলবার বিকালে তিনি তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার দৌলতপুরে আগমনের সাথে সাথে তার বাড়ির সামনে জনতার ঢল নামে। এশনজর দেখার জন্য তৃণমুলের নেতাকর্মী, সমর্থক জড়ো হতে থাকে।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বলেন, আমার বাবা যেমন আজীবন আপনাদের সুখে দুঃখে পাশে থেকেছেন। আমি এবং আমার পরিবার আজীবন একইভাবে আপনাদের পাশে থাকবো।
উল্লেখ্য সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর বড়পুত্র অধ্যাপক নাজমুল হুদা পটল বিশ্বাস। মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর ব্যাক্তি ইমেজ ও জাতীর জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের আস্থাভাজন কর্মী হিসাবে মরহুম আফাজ উদ্দিন আহমেদ এর পরিবারের প্রতি দৌলতপুরের মাটি ও মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি