দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার নাগরিক কমিটির সভাপতি কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অদক্ষ্য ও কুষ্টিয়া -২ মিরপুর ভেড়ামারা আসনের সতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ডাক্তার মোস্তানজিদ লোটাসের ছোট ভাই ও ভেড়ামারার গোলাপনগর মহারাজপুর গ্রামের মরহুম আব্দুল মজিদ এর দ্বিতীয় পুত্র বিশিষ্ট সমাজ সেবক ফেমাস সরোয়ারদি (৫৫) মঙ্গলবার সকালে তার নিজ বাস ভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহে ........রাজেউন। মৃতকালে ফেমাস সরোয়ারদি স্ত্রী, পুত্র, বন্ধু, বান্ধব, আত্মীয় স্বজন সহ অশংখ্য গুন গৃাহী রেখে গেছেন। এদিকে মঙ্গলবার বাদ জোহর কুষ্টিয়ায় প্রথম নামাজ জানাযা শেষে তাকে তার গ্রামের বাড়ী ভেড়ামারা মহারাজপুর গ্রামে নেওয়া হয়। কানাডায় তার ভাইয়ের মেয়ে আসার কারনে বুধবার সকাল ১০ টায় ভেড়ামারার মহারাজ গ্রামে ২য় নামাজ জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয় বলে জানা গেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি