খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি,এ্যাডভোকেট এম.জি,মুহাম্মদ মন্টু (৬৫) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে-কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি......রাজেউন। মৃত্যুকালে তিনি অসুস্থ স্ত্রী, ২ পুত্র সহ অশংখ্য আত্মীয় স্বজন, গুন গ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক এম.জি. মুহাম্মুদ মন্টু বেশ কয়েক বছর থেকে ডায়াবেটিস,হার্ট, কিডনী সহ নানা রোগে ভুগছিলেন। তার লাশ দৌলতপুরে লতিফ মোড়ের বাড়ীতে দেখার জন্য কিছুক্ষণ রাখা হয়। পরে তাকে গ্রামের বাড়ী রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড়ে নেওয়া হয়। ৬ জানুয়ারী শনিবার বেলা ১১ টায় ভাগজোত কাস্টম মোড় মসজিদ সংলগ্ন মাঠে নামাজে জানাযা শেষে ভাগজোত গোরস্থানে দাফন করা হয়।
এ সময় দৌলতপুর ভেড়ামারার সর্ব স্থরের সাংবাদিক, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আ.কা.ম.সরওয়ার জাহান বাদশা, সাবেক এমপি আসন্ন সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক নাজমুল হুদা পটল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সর্বস্থরের মানুষ অংশ গ্রহণ করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি