খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন ট্রাক মার্কা প্রতীকের প্রার্থী সাবেক এমপি আলহাজ্ব মোঃ রেজাউল হক চৌধূরী ৮৯,২৭৪ ভোটে।
নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন প্রয়াত সাবেক এমপি আফাজ উদ্দিনের পুত্র নাজমুল হুদা পটল পেয়েছেন ঈগল প্রতীক নিয়ে ৫৩,১০৫ ভোট।
নৌকা প্রতিকের প্রার্থী বর্তমান এমপি আ.কা.ম সরওয়ার জাহান বাদশা পেয়েছে ৪৮,৯৬১ ভোট।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে লড়েছেন ১০জন প্রার্থী। এ তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডা লড়াই হয়ে বলে মনে করছেন ভোটাররা।
ভোট উপস্থিতি ছিল অত্যন্ত কম, কোন কোন কেন্দ্রে ১০ থেকে ১২% ভোট পুল হয়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি