খন্দকার জালাল উদ্দীন ঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গা প্রেসক্লাবের সামনে সড়ক দুর্ঘটনায় ইব্রাহিম ও মিম নামে দুই শিশু মারাত্মক আহত হয়েছে।
১৪ জানুয়ারী রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অজ্ঞাতনামা একটি ট্রাক ভেড়ামারার দিক থেকে আল্লার দর্গা বাজার অভিমুখে দ্রুত যাওয়ার সময় একটি মোটরসাইকেল (কুষ্টিয়া-ল-১২-৮০৭২) কে পিছন থেকে ধাক্কা দেয়,
মোটরসাইকেল আরোহী রাকিবুল ইসলাম, তার স্ত্রী সুমিতা ও দুই শিশু ইব্রাহিম ও মিম শিটকে পড়ে যায়। এ সময় ইব্রাহিম (১৩) নামের শিশুটি পা ভেঙ্গে ও কেটে রক্তাক্ত জখম হয় এবং মিম (৮) তার একটি পা ভেঙে যায়।
তাদের দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, ইব্রাহিমের অবস্থা আশঙ্কাজনক।মটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।রাকিবুল ইসলামের বাড়ী উপজেলার মাদাপুর গ্রামে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি