খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুরে নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরীকে গণ সংবর্ধনা দিলেন উপজেলার সকল শ্রেণী-পেশার মানুষ। ১৬ জানুয়ারী বিকাল ৪ টার সময় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বরে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত ৭ জানুয়ারীর নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরী । বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব মো: রেজাউল হক চৌধুরী শপথ গ্রহন শেষে ১৬ জানুয়ারী মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে লালনশাহ্ সেতু হয়ে দৌলতপুরে আসেন।
এ এ সময় হাজার হাজার নেতা কর্মী উপস্থিত হন লালনশাহ্ সেতুতে। দৌলতপুর সিমানায় এলে আল্লারদর্গা বাজারে ৭টি গেট ও নানা সাজে সজ্বিত করে ফুল দিয়ে সংবর্ধনা দেয় আল্লার দর্গা প্রেস ক্লাবের সভাপতি সহ অন্যান্য সাংবাদিক দৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ সহ নানা পেশার মানুষ। পরে তিনি দৌলতপুরে প্রবেশ করেই নেতা কর্মীদের সাথে নিয়ে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ও যুগ্ম সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর পরিচালনা গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন রিমন,
সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,প্রাগপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শহিদুল ইসলাম হালসানা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহেরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোতাছিম বিল্লাহ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি জহুরুল ইসলাম সহ আরো উপস্থিত ছিলেন, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী। গণ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার সকল শ্রেণী পেশার মানুষ সংবর্ধনা প্রদান করেন।
এ সময় আলহাজ্ব রেজাউল হক চৌধুরী বলেন, আপনারা আমাকে নির্বাচিত করেছেন, আমি উপজেলা সকল শ্রেণী পেশার মানুষের এম.পি। আমি আপনাদের কাছে যে কথা দিয়েছি তা রাখবো ইনশাআল্লাহ।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি