খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুরে আল্লারদর্গায় ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসায় কোরআনে কারিম ও বুখারী শরীফসহ অন্যান্য কিতাবের সমাপনী র্দস, পাগড়ী প্রদান এবং কৃতি ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ জানুয়ারি সকাল ১১ টায় অনুষ্ঠিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাশরীফ আনেন শাইখুল হাদিস মাওলানা মনিরুজ্জামান হাফিজা হুল্লাহু, সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস, প্রতিষ্ঠাতা পরিচালক ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা।
এ সময় উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত দাতা সদস্যগণ, শিক্ষক মন্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা মসজিদে চলতি শিক্ষাবর্ষের কোরআনে কারীম ও বুখারী শরীফসহ অন্যান্য কিতাবের সমাপনী প্রদান কৃতি ছাত্রদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ১০০ জন হাফেজ মাওলানা এবং দাওরায়ে হাদিস সমাপনকারী ছাত্রদের সম্মানী পাগড়ী প্রদান করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি