খন্দকার জালাল উদ্দিন:কুষ্টিয়ার দৌলতপুরে অনুমোদনহীন ৫টি ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় উপজেলার ৫টি ইট ভাটায় মোট ৬ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দিনব্যাপী অবৈধ ইটভাটায় চলা এ অভিযানে উপজেলার শিতলাইপাড়া এলাকার থ্রি স্টার ভাটার মালিককে দেড় লক্ষ, বাজুডাঙ্গা এলাকার সততার মালিকে এক লক্ষ,
কিশোরী নগর এলাকার এস আর বি মালিককে এক লক্ষ, খলিসাকুন্ডি উদয়নগর এলাকার কে কে বি’র মালিককে দেড় লক্ষ, সংগ্রাম এম বি এম এর মালিককে দেড় লক্ষ, মোট সাড়ে ছয় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা কারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি