প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২৪, ৯:০৪ পি.এম
কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এতিম শিশু ও সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ
কলারোয়া( সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে মাদ্রাসার এতিম শিশু ও সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে। শনিবার (৩ ফেব্রæয়ারী) বিকেলে কলারোয়া পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির উদ্যোগে ওই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
সমিতির সহ.সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাস।
বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সমাজসেবক বাবু কার্ত্তিক চন্দ্র মন্ডল, প্রভাষক শামসুর রহমান, শেখ আসাদুজ্জামান আসাদ, সমিতির কোষাধ্যক্ষ সুমন হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী, সমিতির সদস্য শহিদুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পৌরসভার ঝিকরা মাদ্রাসার এতিখানার শিশু ও সমিতির ২০০ সদস্যদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি