খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর নগদ অর্থ সহ ৩ লাখ টাকার মালা মাল লুট কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক প্রয়াত আতিয়ার রহমান বাড়িতে রাতে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায়,শুক্রবার রাতে উপজেলার ৪ নং মরিচা ইউপির বৈরাগীর চর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও স্কুল শিক্ষক আতিয়ার রহমানের বাড়িতে গভীর রাতে একটি চোরের দল বাড়ির ফিতরে ঢুকে ৩/৪ রুমের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে আতিয়ার রহমানের স্ত্রী সামসুন নাহারের নগদ ৬০ হাজার টাকা,
২ ভরি স্বর্ণালংকার,একটি এলিডি টিভি, মুল্য ২০ হাজার টাকা, ৪ টি বিদেশি কম্বল মুল্য ৮ হাজার টাকা সর্ব মোট ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানাযায় মুক্তি যোদ্ধা আতিয়ার রহমানের দুই ছেলে সরকারি চাকুরি জীবি হওয়ায় তারা কর্মস্থলে থাকে এবং তার স্ত্রী ২/৩ দিন ধরে তারি এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যাওয়ার সুবাদে চোরের দল এই সুযোগ গ্রহণ করেছে বলে জানা গেছে।
পরের দিন সকালে মুক্তিযোদ্ধার সামসুন নাহার লোক মুখে শুনে যে তার বাড়ি চুরি হয়ে গেছে। সে বাড়িতে এসে দেখে সব ঘরের তালা ভাঙ্গা এবং তার বিছানার তোষক, কাপড় চোপড় এলোমেলো করে তার টাকা স্বর্ণ অলংকার টিভি সব নিয়ে গেছে। পরের দিন সকালে সামসুন নাহার নিজে বাদী হয়ে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি