খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলপনগর ইউপির স্কুলপাড়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তির দেওয়া আগুনে একটি ঘর ও মোটরসাইকেল ভস্মীভূত হয়েছে।
এই ঘটনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলা ফিলিপনগর ইউপির হাইস্কুল পাড়া গ্রামের জাহাঙ্গীর সরকারের বাড়িতে মঙ্গলবার দিবা গত রাত দুইটার দিকে কেবাকারা তার একটি টিনের সাপরা ঘরে আগুন দিলে ঘরে রাখা একটি কালো রঙের ১০০ সিসি কুষ্টিয়া নম্বরের ডিস্কোভার হোন্ডামোটর সাইকেল পুড়ে সম্পন্নরুপে ভস্মীভূত হয়ে যায়।
পরে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তার ধারণা কেবাকারা আগুন ধরিয়ে দিয়েছে। পরের দিন বুধবার সকালে থানায় যেয়ে জাহাঙ্গীর নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি