খন্দকার জালাল উদ্দিন:কুষ্টিয়ার দৌলতপুরে আনোয়ারা বিশ্বাস মা ও শিশু হাসপাতাল থেকে ৩ দিন বয়সী এক নবজাতক চুরির চারদিন পর উদ্ধার করেছে র্যাব-১২। শিশুটিকে চুরির অভিযোগে পলিয়ারা খাতুন (২০) ও মাফুজা (৪০) নামে দুই নারীকে গ্রেফতার করেছে।
রোববার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টায় দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম (মোল্লাপাড়া) এলাকা থেকে নবজাতক শিশুকে উদ্ধার করেছে র্যাব-১২। সোমবার সকাল ১০ টায় এক প্রেস ব্রিফিংয়ে এইসব তথ্য জানায় র্যাব -১২ অধিনায়ক মারুফ হোসেন ।
তিনি জানান গত চারদিন ধরে অভিযান পরিচালনা করে গত কাল রাত ৮ টায় সুস্থ স্বাভাবিক অবস্থায় সেই নবজাতককে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে আন্তজার্তিক চক্র জড়িত আছে বলেও প্রাথমিক ধারণা পেয়েছে বলেন তিনি। আটককৃত আসামীরা হচ্ছে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গোয়ালগ্রাম (মোল্লাপাড়া) এলাকার আশরাফুল ইসলামের মেয়ে ও তার স্ত্রী।
উদ্ধার হওয়া শিশুর বাবার নাম দিপু ও মায়ের নাম সাফিয়া। দিপু ভেড়ামারা উপজেলার মহিষাডড়া গ্রামের মসজিদ পাড়ার নিহারুল ইসলামের ছেলে। এই ঘটনায় র্যাব ১২ সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে পরিবারটি।
দৌলতপুরে হাটের শিডিউল জমা দেওয়ায় ব্যবসায়ীর বাড়ি ও ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি