খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরের চল্লিশোর্ধ স্কাউটাররা পায়ে হেঁটে ৫০ কি:মি: পরিভ্রমণ শেষ করেছে চল্লিশোর্ধ স্কাউটারের একটি দল।
শুক্রবার সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর হতে কুষ্টিয়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে ৫০ কি:মি: পরিভ্রমণ শুরু করে ২মার্চ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ স্কাউট সেরএলটি স্কাউটার মোঃ খায়রুল ইসলামের উপস্থিতিতে পদব্রজে পরি ভ্রমন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় স্থলে গিয়ে সমাপ্ত করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশন াপ্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি করেকাব স্কাউট/স্কাউট/রোভার স্কাউট দল গঠন কাজে উদ্ভুদ্ধ করন এবং বাল্য বিবাহ প্রতিরোধ, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন সহ স্কাউটিং সম্প্রসারণ ও গতিশীল করনের লক্ষে বিশেষ প্রচারনায় ও চল্লিশোর্ধ স্কাউটারদের শারিরীক ফিটনেস অর্জনের লক্ষ্যে পায়ে হেঁটে ৫০ কি: মি: পরিভ্রমণ শুরু করেন তারা।
পরিভ্রমনকারী দলের সদস্যরা হলেন, জাহাঙ্গীর হোসেন (উডব্যাজার) কাব শাখা (পর্যবেক্ষক,মিজানুর রহমান, উড ব্যাজার, স্কাউট শাখা (দলনেতা) শাহরিয়ার জাহান (সিএলটি) কাবশাখা,(নির্দেষক) জহুরুল ইসলাম উড ব্যাজার, মাসুদুর রহমান (উড ব্যাজার)।
উল্লেখ্য গত ১ মার্চ দৌলতপুর, রিফায়েতপুর,ঝাউদিয়া, শেরপুর, চুনিয়া মোড় হয়ে সন্ধায় মিরপুর পাইলট হাইস্কুলে তাবু খাটিয়ে রাত্রি যাপন করে। ২মার্চ মিরপুর উপজেলা হতে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ, ত্রিমোহনী, মজমপুর হয়ে ডিসি কোর্ট বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমান এর ম্যুরালে গিয়ে পরিভ্রমন শেষ করেন ।
পরিভ্রমণে রসময়তারা সমাজ সচেতনতা মূলক শ্লোগান প্রচার করবেন। “প্রকৃতি সংরক্ষন করি, পৃথিবীকে সুস্থ রাখি’, ‘স্কাউটিং এ সম্পৃক্ত হই, নেশাকে না বলি, জীবন কেরি সাইকেলিং করি”।
বাংলাদেশ স্কাউটস দৌলতপুরের কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলামের প্রত্যয়নের প্রেক্ষিতে চল্লি শোর্ধ বয়সের স্কাউটাররা দৌলতপুর হতে কুষ্টিয়া পায়ে হেটে ৫০ কিলোমিটার পরিভ্রমন শুরু করে ছিলেন।
Design & Developed By : Anamul Rasel