খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া র্যাব ১২ অভিযানে ২ বছর ০৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করা হয়েছে।(০৬ মার্চ ২০২৪) বুধবার রাত ১০ টায় কুষ্টিয়া র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার বেলগাছি গ্রাম থেকে ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানার মামলা নং-২৬(১১)১৩, টিআর-৫০৩/১৮, আড়াই বছরের সশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা ডামোশ গ্রামের জসিম উদ্দীনের ছেলে আমান উদ্দিন (৩৫), )পিতা-মৃত জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
র্যাব ১২ ‘র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল অদ্য ০৬ মার্চ ২০২৪ তারিখে রাত ১০.১০ ঘটিকার সময় ‘‘চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন বেলগাছি গ্রাম’’ হতে ডিএমপি ঢাকা উত্তরা পূর্ব থানার মামলা নং-২৬(১১)১৩, টিআর-৫০৩/১৮, ধারা-১৪৩/১৪৭/৪২৭/৩৪ পেনাল কোড ১৮৬০ মূলে ০২ বছর ০৬ মাসের সশ্রম করাদন্ডপ্রাপ্ত আসামি মোঃ আমান উদ্দিন (৩৫),
পিতা-মৃত জসিম উদ্দিন, সাং-ডামোশ, থানা-আলমডাঙ্গা, জেলা-চুয়াডাঙ্গা’কে আত্মগোপনে অবস্থান করাকালে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি