খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ,মরিচা,রামকৃষ্ণপুর ইউপি তীরবর্তী পদ্মানদীতে জেগে ওঠা চর সবুজেভরে উঠেছে। প্রমত্ত পানিরস্রোত আর ভাঙ্গনেরগর্জন নেই এখানে।
হাজার হাজার বিঘা জমিতে শোভাপাচ্ছে সবুজের সমারোহ। ফুলে-ফলে ভরা ফসলের মাঠ কৃষকের মুখে হাসি আর মনে আনন্দ ছড়াচ্ছে।
দৌলতপুর কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাযায়,দৌলতপুর উপজেলারফিলিপনগর, মরিচা,রামকৃষ্ণপুর এবং চিলমারি ইউনিয়নের চরে প্রায়১২হাজার হেক্টরজমি এবাওে আবাদের আওতায়এসেছে।
পদ্মার চরগুলোতেমুলা, কুমড়া, গাজর, কপি, পুঁইশাক, লালশাক, ধেড়স, করোলা, বেগুন, কলাসহ নানা সবজি। চাষকরাহচ্ছেআখ, বাদাম, ধান, গম, সরিষা, মটর, মশুর, পাট সহ নানা ফসল। এছাড়াও গড়ে উঠেছে আম, পেয়ারা, কলা,বরই, লিচুফলেরবাগান।