খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আড়িয়া ইউপি’র পারশীতলাই পাড়া গ্রামে
আড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ ম শ্রেনীর ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনাই জড়িত থাকার
অপরাধে ধর্ষক কে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ
ও পরিবার সুত্রে জানাযায়, গত শনিবার সন্ধ্যা ৭ টাই পাশ্ববর্তী দুলাল মন্ডলের লম্পট ছেলে
সুভান (২৫) সিরাজুল ইসলামের বাড়িতে যায়। ঐ সময বাড়ির লোকজন না থাকায় সিরাজুল ইসলামের ৭
ম শ্রেনীর পুড়য়া সুন্দরী মেয়ে সুভা খাতুন (১১) কে ডাক দিলে সে বলে বাড়িতে কেউ নেই। এ সুযোগে
লম্পট সুভান বাড়ির ভিতরে ঢুকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। পরে তার ডাক চিৎকারে পাশের
বাড়ির রোকজন এগিয়ে আসলে ধর্ষক সুভান দৌড়িয়ে পালিয়ে যায়। পরে তার পরিবারের লোকজন
সব শুনে থানা পুলিশ কে সংবাদ দিলে পুলিশ রাতারাতি ধর্ষক সুভান কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ
ঘটনায পরের দিন রবিবার মামলা দায়ের হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি