প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ৭:১২ পি.এম
বিদায় বসন্ত
বিদায় বসন্ত
খন্দকার জালাল উদ্দিন
বিদায় বসন্ত বিদায়,
গাছে গাছে নতুনের আগমনী গান।
ডালে ডালে ফুল আর ফুল,
পলাশ শিমুল হাসনাহেনা
মাধবীলতা আরো কত কি।
কাঞ্চন ফুলের গাছটি এখনো আছে,
সাদা ফুলের পাপড়ির মাঝে,
বেগুনি রংয়ের পরাগ গুলি হাতছানি দেয়।
মায়া ভরা বিকেলগুলি ভরিয়ে দেয় গন্ধে,
বেলি ফুলের পাপড়ি গুলি।
জীবনের শেষ প্রান্তে এসে
এসব রূপ মহিত করে
জাগিয়ে দেয় অতীতের স্বপ্ন।
স্বপ্নগুলো স্বপ্নই থেকে গেল
বাস্তব কখনো আসেনি।
সেই মানুষগুলি
দেখতে পায় দুঃস্বপ্নের মধ্যে,
বসন্ত আসে বসন্ত চলে যায়,
বিদায় বসন্ত।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি