প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৪, ১১:৩৯ এ.এম
প্রার্থনা খন্দকার জালাল উদ্দিন নববর্ষের গান গায়, ধুলির পৃথিবী রঙে রঙে রঞ্জিত হোক এই কামনায়।
প্রার্থনা
খন্দকার জালাল উদ্দিন
নববর্ষের গান গায়,
ধুলির পৃথিবী রঙে রঙে রঞ্জিত হোক
এই কামনায়।
স্রষ্টার কাছে প্রার্থনা করি,
পুরাতন ধরা ছিন্নভিন্ন গ্লানি
মুছে দাও হে দয়াময়।
যুদ্ধের দামামা ক্ষুধা দারিদ্র
অসহায় মানুষের আত্মনাদ,
ক্ষমা কর প্রভু জীবন যাদের অসহায়।
সভ্য পৃথিবীর অসভ্য রীতি নীতি,
বঞ্চিত মানুষের নিদারুণ কষ্ট
দূর কর প্রভু।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি