খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১:৩০ মিনিটে আল্লারদর্গায় ৭৫ কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য (এমপি’র) বাসভবনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বখতিয়ার রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৫ কুষ্টিয়া-১(দৌলতপুর) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।
প্রধান বক্তf হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী।
উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম হালসানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধ সেকেন্দার আলী, তথ্য ও গবেষণা সম্পাদক জাহেরুল ইসলাম, যুব ও ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী লোটন,
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক প্রভাষণ স্বপন আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুস সোবহান, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, সদস্য ও সাবেক চেয়ারম্যান হাসিম উদ্দিন হাসু, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম,
সাবেক চেয়ারম্যান ফজলুল হক কবিরাজ, সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ, সাবেক চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু, রামকৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান সিরাজ মন্ডল, খলিসাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন, পিয়ারপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা বুলবুল,
রিফাইতপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান রানা বিশ্বাস, দেওয়ান হাফিজুর রহমান, সদস্য ও জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মামুন কবিরাজ, উপজেলা কৃষক লীগের সভাপতি ও আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাকি,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোল্লা মোহাম্মদ চঞ্চল, যুগ্ম-আহ্বায়ক মাজহারুল ইসলাম, আমান উল্লাহ আমান, যুগ্ম-আহ্বায়ক ও দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন জোহানী তুহিন প্রমুখ।
বক্তারা এক পর্যায়ে আগামী ২১ মে উপজেলা নির্বাচনে বুলবুল আহাম্মেদ টোকেন চৌধূরীকে উপযুক্ত উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। সভায় সকলে তাকে সমর্থন করে যোগ্য প্রার্থী ঘোষনা করেন।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৭ এপ্রিল ১৯৭১ সালে অস্থায়ী সরকার গঠন হয় এবং জাতীয় ৪ নেতা বঙ্গবন্ধুর নির্দেশে যুদ্ধ পরিচালনা করেন। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শে উজ্জীবীত হয়ে আগামী দিনে আমাদের রাজনীতি অব্যাহত থাকবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি