খন্দকার জালাল উদ্দীন : র্যাব ১২ সিপিসি কুষ্টিয়া ১ এর অভিযানে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ ইতিহাস হোসেন (২১),’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করেছে।
র্যাব সুত্রে জানা যায় গত ৩০ জানুয়ারি ২০২২ ইং তারিখ কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন জামালপুর গুচ্ছগ্রামের ফাকা মাঠের মধ্য একটি অবৈধ আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল ও গুলি সহ নিজ হেফাজতে রেখে অবস্থান করাকালে গ্রেফতার হয় উপজেলার মাদাপুর গ্রামের মোঃ ইতিহাস হোসেন।
উক্ত ঘটনায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় মোঃ ইতিহাস হোসেন এর বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়, যার মামলা নং-৫১ তারিখঃ ৩১ জানুয়ারি ২০২২, জিআর নং-৫১/২২, ধারা-১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (এ), উক্ত মামলার বিচারিক কার্যক্রম চলমান অবস্থায় গত ইং ২৬ জুন ২০২২ তারিখে আসামি জামিন পাওয়ার পরে আইন শৃংখলা বাহিনীর চোখকে ফাকি দিয়ে আত্মগোপনে চলে যায়। এরপর থেকেই তিনি পলাতক ছিল। উক্ত অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে।
তারই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাব-১২’র সিপিসি-১, কুষ্টিয়া একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৭ এপ্রিল ২০২৪ তারিখে রাতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন প্রাগপুর ইউনিয়নের বাঁধের বাজার এলাকা থেকে অস্ত্র মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার মাদারপুর গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে মোঃ ইতিহাস হোসেন (২১)’কে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।