দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় শিশু বান্ধব-বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়গনস্টিক এ ভুল চিকিৎসায় এক প্রসুতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক ১১ টায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায় গত ১৮ তারিখে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চা ডেলিভারি করা হয়। সেই সময় বাচ্চা ও মা সুস্থ থাকলেও পরের দিন ক্লিনিক পক্ষ থেকে জানানো হয় রোগীর রক্ত শুন্যতা দেখা দিয়েছে। পরে অবস্থার অবনতি হলে গতকাল রাতে আনুমানিক ১১ টার সময় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে রোগী মারা যায়।
মৃত নারী লাভলী আক্তার কান্তা (৩৫) উপজেলার ফিলিপনগর ইসলাম পুর গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি আসাদের স্ত্রী। মৃত লাভলী আক্তারের ছোট ভাই অভিযোগ করে বলেন এই ক্লিনিকের ভুল চিকিৎসায় আমার বোন মারা গেছে। তিনি আরও বলেন বছর দেড়েক আগেও এমন ঘটনায় প্রশাসন এই ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। আবার সেই ঘটনা ঘটিয়েছে তারা।
এই ঘটনায় শনিবার সকাল থেকে ক্লিনিক গিয়ে দেখা যায়,কর্তৃপক্ষ তালা বদ্ধ করে রেখেছে। বিশ্বস্থ সূত্রে জানাগেছে মোটা অংকের টাকার বিনিময়ে বাদী পক্ষকে ম্যানেজ করে, লাশ হস্তান্তর করা হয়েঠে, ক্লিনিকটির ব্যবস্থাপনা পরিচালক আব্দুল লতিবের সাথে কথা বলার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান,ঘটনাটি শুনেছি, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি