মোঃ সম্রাট আলী
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে কুষ্টিয়ার দৌলতপুরে ১২জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬জন প্রার্থী রয়েছেন।
২১ এপ্রিল, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অনলাইনে কুষ্টিয়া সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনছারের কার্যালয়ে এ মনোনয়ন দাখিল করেন।
জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
এরমধ্যে চেয়ারম্যান পদে বুলবুল আহমেদ চৌধুরী, মো. আনিসুর রহমান ও মো. হাসানুল আসকার। ভাইস চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান, মোহা. জাহেরুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা খাতুন, মোছা. রেবেকা খাতুন, মোছা. ইকফাত আরা জলি, মোছা. ফারজিয়ানা খাতুন, মোছা. মারুফা ইয়াসমিন ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সোনালী খাতুন।
এদিকে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার দুপুর ১টার দিকে চেয়ারম্যান প্রার্থী দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী (টোকেন চৌধুরী) মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কারের বহরে কয়েক হাজার নেতা-কর্মীদের সাথে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে আসেন।
এসময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিলের কথা জানান। পাশাপাশি তিনি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। এসময় দৌলতপুর যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের সহ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
গতকালের দাখিল করা মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রত্যাহার ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোট গ্রহণ ২১ মে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি