খন্দকার জালাল উদ্দীন : : কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের ৬ষ্ঠ প্রতিষ্টা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার সকাল ১০ টার সময় মুক্তিযোদ্ধা হল রুমে এ উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের দৌলতপুর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি মহাসিন আলীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন,
দৌলতপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের এমপির মনোনীত মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী, দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ,
কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লিটন, কুষ্টিয়ার ভেড়ামারা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের আহবায়ক বি এম শামীমুল হক শিপলু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,
দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম বখতিয়ার খান। এছাড়াও দৌলতপুর উপজেলার ১৪ টি ইউনিয়ন থেকে আগত মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকগন ও নব গঠিত দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সকল সদস্য এ সময় সংগঠনের বিভিন কার্যক্রম নিয়্নে গঠনমূলক বক্তব্য রাখেন। আলোচনা শেষে নব গঠিত দৌলতপুর মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সকল সদস্যবৃন্দ
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভ’মি কর্মকর্তার সাথে ফুল দিয়ে মত বিনিময় করেন।