খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাদীপুর পূর্ব পাড়া গ্রামের সিরাজের পুত্র অটো রিক্সা চালক সাগর হোসেন (২৫) গত ২১ এপ্রিল রোববার সকালে তার বাড়ী থেকে অটো রিক্সাসহ নিখোঁজ হয়।
অনেক খোঁজা কুজি করে না পেয়ে সাগর এর পিতা সিরাজ গত ২১ এপ্রিল রোববার রাতে ছেলে অটোসহ নিখোজের বিষয়ে দৌলতপুর থানার জিডি করেন। এদিকে দীর্ঘ প্রায় ১ সপ্তাহপর ভেড়ামারার পাকশী ব্রীজের নিচে কলা বাগান থেকে সাগরের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পরিবার এলাকাবাসীর ধারনা সন্ত্রাসীরা অটোরিক্সসহ তাকে অপহরনের পর হত্যা করে পাকশী ব্রিজের নিচে ফেলে রাখে। রোবরার তাকে ময়না তদন্ত শেষে সাগরের লাশ সোমবার দুপুরে সাদীপুর গোরস্থানে দাফন করা হয়।
এতে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আর্কশন করে জানায়, বর্তমান প্রযুক্তির যুগে এমন নির্মম হত্যাকান্ড ঘটেছে, এর সুষ্ঠ তদন্ত করে আসামীদের আইনের আওতায় নিয়ে এসে ন্যায় বিচার দাবী করেছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি